Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গুরুদাসপুর : পাচারের সময় সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
বিস্তারিত

https://www.bhorerkagoj.com/print-edition/2022/11/13/%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%B8/

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর থেকে পাচার হওয়ার সময় ৬০ বস্তা সার জব্দ করেছে কৃষি অধিদপ্তর। এ ঘটনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত এক খুচরা সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার ভোর ৬টার দিকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষি অধিদপ্তর।জানা যায়, শনিবার ভোরে উপজেলার নাজিরপুর বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স এল, আর, ট্রেডার্স থেকে ৬০ বস্তা পটাশ, টিএসপি, ডিএপি সার ভ্যানযোগে পাশের সিংড়া উপজেলায় পাচার করা হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সারগুলো জব্দ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিউর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ব্যবসায়ী লুৎফর রহমানকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিউর রহমান জানান, উপজেলাব্যাপী কৃষি অধিদপ্তর থেকে প্রতিদিন খোঁজখবর রাখা হচ্ছে।
কোনো ব্যবসায়ী যেন কৃষকের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে এবং সার যেন পাচার না হয়, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।
এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাকিল আহম্মেদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ, গুরুদাসপুর থানার ওসি তদন্ত মশিউর রহমান, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
13/11/2022
আর্কাইভ তারিখ
13/11/2050