গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : ভোরের কাগজ
নাটোরের গুরুদাসপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী জাতের আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কৃষকদের মধ্যে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, গুরুদাসপুর পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি। স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মতিয়ার রহমান।
গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, এই কর্মসূচির আওতায় উপজেলার কৃষকের মধ্যে চাহিদা মোতাবেক উফশী জাতের আমন ধান বীজ-৫ কেজি, ডিএপি সার-১০ কেজি এবং গ্রীস্মকালীন পেঁয়াজের বীজ ১ কেজি, ডিএপি সার-২০ কেজি ও এমওপি সার-২০ কেজি করে ৫৬০ জন কৃষকের মধ্যে বিতরণ করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস