গুরুদাসপুরে রোববার (২৭ মার্চ) তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২২ আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন সাংসদ ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গুরুদাসপুর নাটোরের আয়োজনে "আধুনিক ''প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের" অর্থায়নে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্ধোধন করা হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস বলেন, কৃষি প্রযুক্তি মেলা হলো প্রযুক্তি সম্প্রসারণের অন্যতম মাধ্যম। সরকারি-বেসরকারি ও ব্যক্তি উদ্ভাবিত বিভিন্ন কৃষি প্রযুক্তি স্থানীয় পর্যায়ে পরিচিত করে দেয়ার লক্ষে কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। উন্নত প্রযুক্তির সফল প্রয়োগকারীদের সাফল্য কৃষকদের মাঝে তুলে ধরতে এবং উদ্ভাবিত কৃষি প্রযুক্তি সমুহের যথাযথ সম্প্রসারণের পথ সুগম করতে কৃষি প্রযুক্তি মেলার ভুমিকা থাকে।
অফিসারদের উদ্দেশ্য তিনি আরও বলেন, শুধু দায়িত্ব থেকে নয়, মন থেকে দেশকে ভালোবেসে কাজ করার পরামর্শ দেন।
মেলায় ১৫টি স্টল রয়েছে। টেকসই ও আধুনিক কৃষির বিভিন্ন প্রযুক্তিসমূহ প্রদর্শিত হচ্ছে।
ডিজিটাল কৃষি গ্যালারীতে মোবাইল এ্যপসের ব্যবহার, অনলাইন সার সপারিশ, কৃষি পরামর্শ কেন্দ্র, আধুনিক ট্রাপ ভিউ সার্ভে সিস্টেম, ড্রোন এগ্রিকালচার, স্কুল কলেজ শিক্ষার্থীদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগীতা, কৃষি জাদুঘরে বাংলার পুরাতন ঐতিহ্যবাহী কৃষিযন্ত্রপাতি সমূহ, আধুনিক চাষাবাদ প্রযুক্তির গ্যালারিতে পানি সাশ্রয়ী ড্রিপ ইরিগেশন পদ্ধতি, লাভজনক চাষ পদ্ধতি হিসেবে আলট্রাহাইডেনসিটি আম বাগান। জৈব সার গ্যালারিতে ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ও উদ্যোক্তার বিক্রয় কেন্দ্র। নিরাপদ ফসল উৎপাদন ও বাজার সংযোজন গ্যালারিতে, বসতবাড়িতে সবজির চাষ ও আদর্শ বাড়ির মডেল।
উদ্ধোধনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.হারুনর রশীদ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-ভাইচ চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইচ চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রাসরণ অফিসার মোঃ মতিউর রহমান মুন্না প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস